YUMMY PIZZA

Breakfast and Delicious Recipes


মজাদার বিফ ভেজিটেবল রোল বানানোর রেসিপি


প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২১ ০৭:২১

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ১৭:০১

ছবি: অনলাইন থেকে নেওয়া

উপকরনঃ

- গরুর মাংসের কিমা: ৫০ গ্রাম
- পেঁপে: ছোট সাইজের ১টি
- গাজর: ২টি
- লবণ: পরিমাণমতো
- চিনি: ১ চা চামচ
- আদা বাটা:  আধা চা চামচ
- রসুন বাটা: আধা চা চামচ
- গোলমরিচের গুঁড়া: ১ চা চামচ
- কাঁচামরিচ: ২টি
- ময়দা: ২ কাপ
- ডিম: ৪টি
- টোস্টের গুঁড়া: ১ কাপ
- এলাচ ও দারুচিনি: ২-৩টি
- ওস্টার সস: ১ চা চামচ
- পেঁয়াজ কুচি: ১ টেবিল চামচ

 

প্রস্তুত প্রনালী:

মাংসের কিমা ভালো করে ধুয়ে একটি পাত্রে লবণ ও ওস্টার সস দিয়ে মাখিয়ে রাখতে হবে। তারপর কড়াই চুলায় দিয়ে ১ টেবিল চামচ তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল হলে কিমা দিয়ে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে নাড়তে হবে এবং কিছুক্ষণ নেড়ে তার মধ্যে সবজি দিয়ে লবণ, এলাচ, দারুচিনি দিয়ে একটু নেড়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢেকে দিতে হবে। তারপর নামানোর আগে গোলমরিচ গুঁড়া, চিনি দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।

 

রোল তৈরি :

একটি পাত্রে ময়দা ও ১টি ডিম একটু লবণ দিয়ে গুলিয়ে নিতে হবে। তারপর ফ্রাইপ্যানে একটু তেল দিয়ে মুছে নিয়ে তার মধ্যে গোলানো ময়দা দিয়ে একটু পর নামিয়ে তার মধ্যে কিমা ও ভেজিটেবল দিয়ে রোল বানিয়ে নিতে হবে। তারপর ডিমের সাদা অংশে ডুবিয়ে টোস্টের গুঁড়া বা ব্রেড ক্র্যাম লাগিয়ে ডুবো তেলে লালচে করে ভেজে গরম গরম সস দিয়ে পরিবেশন করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


Top